Psalm 89:27
আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো| সে পৃথিবীর সব রাজাদের ওপরে মহারাজা হবে|
Psalm 89:27 in Other Translations
King James Version (KJV)
Also I will make him my firstborn, higher than the kings of the earth.
American Standard Version (ASV)
I also will make him `my' first-born, The highest of the kings of the earth.
Bible in Basic English (BBE)
And I will make him the first of my sons, most high over the kings of the earth.
Darby English Bible (DBY)
And as to me, I will make him firstborn, the highest of the kings of the earth.
Webster's Bible (WBT)
He shall cry to me, Thou art my father, my God, and the rock of my salvation.
World English Bible (WEB)
I will also appoint him my firstborn, The highest of the kings of the earth.
Young's Literal Translation (YLT)
I also first-born do appoint him, Highest of the kings of the earth.
| Also | אַף | ʾap | af |
| I | אָ֭נִי | ʾānî | AH-nee |
| will make | בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE |
| him my firstborn, | אֶתְּנֵ֑הוּ | ʾettĕnēhû | eh-teh-NAY-hoo |
| higher | עֶ֝לְי֗וֹן | ʿelyôn | EL-YONE |
| than the kings | לְמַלְכֵי | lĕmalkê | leh-mahl-HAY |
| of the earth. | אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Cross Reference
কলসীয় 1:18
খ্রীষ্ট হলেন দেহের মস্তক সেই দেহ হচ্ছে মণ্ডলী৷ সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তাঁর স্থান৷
কলসীয় 1:15
কেউই ঈশ্বরকে দেখতে পায় না; কিন্তু যীশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত৷
पপ্রত্যাদেশ 19:16
তাঁর পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম:‘রাজাদের রাজা ও প্রভুদের প্রভু৷’
রোমীয় 8:29
জগত্ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন, তাদের তিনি তাঁর পুত্রের মত করবেন বলে মনস্থ করলেন৷ এইভাবে যীশু হবেন অনেক ভাইদের মধ্যে প্রথমজাত৷
সামসঙ্গীত 2:7
এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো| প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম! এবং তুমি আমার পুত্র|
সামসঙ্গীত 72:11
সব রাজা য়েন আমাদের রাজার কাছে নত হয়| সব জাতি য়েন তাঁর সেবা করেন|
গণনা পুস্তক 24:7
তোমাদের জলের অভাব হবে না, এই জল তোমাদের বীজের বেডে ওঠার কাজে ব্যবহার করা যাবে| রাজা অগাগের থেকে তোমাদের রাজা অনেক মহত্ হবেন| তোমাদের রাজ্য অনেক শ্রেষ্ঠতর হবে|
ইসাইয়া 49:7
প্রভু, ইস্রায়েলের পবিত্র একজন, ইস্রায়েলের পরিত্রাতা বলেন, “আমার দাস ঘৃণিত| সে শাসকদের সেবা করে| লোকে তাকে ঘৃণা করে| কিন্তু রাজারা তাকে দেখবে এবং তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াবে| মহান নেতারা তার সামনে মাথা নত করবে|” এই সব ঘটবে কারণ প্রভু, ইস্রায়েলের পবিত্রতম এই সব চান| এবং প্রভুকে বিশ্বাস করা যেতে পারে| তিনিই সে জন যিনি তোমাকে বেছে নিয়েছিলেন|
সামসঙ্গীত 2:10
সুতরাং হে রাজন্যবর্গ জ্ঞানী হও| অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও|
যাত্রাপুস্তক 4:22
তখন তুমি ফরৌণকে বলবে:
पপ্রত্যাদেশ 21:24
এর আলোতে সমস্ত জাতি চলাফেরা করবে, আর জগতের রাজারা তাদের প্রতাপ সেখানে নিয়ে আসবে৷
বংশাবলি ২ 9:23
পৃথিবীর বিভিন্ন দেশের রাজারা শলোমনের কাছে তাঁর ঈশ্বর প্রদত্ত জ্ঞান ও সূক্ষ্ম বিচার বুদ্ধির পরিচয পেতে আসতেন|
বংশাবলি ২ 1:12
তাই আমি তোমাকে জ্ঞান ও বুদ্ধি তো দেবই উপরন্তু তোমায় ধনসম্পদ, খ্যাতি ও প্রতিপত্তি, নাময়শ এসবই দেবো| তুমি যা পাবে এখনো পর্য়ন্ত কোনো রাজাই তা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না|”