আদিপুস্তক 37:35
যাকোবের পুত্র কন্যারা তাকে সান্ত্বনা দিতে চাইল| কিন্তু যাকোবকে সান্ত্বনা দেওয়া গেল না| সে বলল, “আমার মৃত্যু দিন পর্য্ন্ত আমি আমার পুত্রের জন্য দুঃখ করে যাব|”তাই যাকোব য়োষেফের জন্য দুঃখিত হয়ে রইল|
And all | וַיָּקֻמוּ֩ | wayyāqumû | va-ya-koo-MOO |
his sons | כָל | kāl | hahl |
all and | בָּנָ֨יו | bānāyw | ba-NAV |
his daughters | וְכָל | wĕkāl | veh-HAHL |
rose up | בְּנֹתָ֜יו | bĕnōtāyw | beh-noh-TAV |
comfort to | לְנַֽחֲמ֗וֹ | lĕnaḥămô | leh-na-huh-MOH |
him; but he refused | וַיְמָאֵן֙ | waymāʾēn | vai-ma-ANE |
to be comforted; | לְהִתְנַחֵ֔ם | lĕhitnaḥēm | leh-heet-na-HAME |
said, he and | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
For | כִּֽי | kî | kee |
I will go down | אֵרֵ֧ד | ʾērēd | ay-RADE |
into the grave | אֶל | ʾel | el |
unto | בְּנִ֛י | bĕnî | beh-NEE |
my son | אָבֵ֖ל | ʾābēl | ah-VALE |
mourning. | שְׁאֹ֑לָה | šĕʾōlâ | sheh-OH-la |
Thus his father | וַיֵּ֥בְךְּ | wayyēbĕk | va-YAY-vek |
wept | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
for him. | אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |
Cross Reference
সামুয়েল ২ 12:17
দায়ূদের পরিবারের লোকরা এসে তাকে মেঝে থেকে ওঠানোর চেষ্টা করল| তিনি সেই সব নেতাদের সঙ্গে খাবার খেতে অস্বীকার করলেন|
আদিপুস্তক 42:38
কিন্তু যাকোব বললেন, “আমি বিন্যামীনকে তোমাদের সঙ্গে য়েতে দেব না| তাই ভাই মৃত আর আমার স্ত্রী রাহেলের পুত্রদের মধ্যে সেই অবশিষ্ট| মিশরে যাবার পথে তার যদি কিছু হয় তবে তা আমাকে মেরেই ফেলবে| তাহলে এই দুঃখে তোমরা আমাকে এই বৃদ্ধ মানুষকে মেরে ফেলবে|”
যেরেমিয়া 31:15
প্রভু বললেন, “রামা থেকে কান্না ও দুঃখের শব্দ শোনা যাবে| রাহেলাতার সন্তানদের জন্য কাঁদবে| মৃত সন্তানদের জন্য রাহেল আরাম নিতে অস্বীকার করবে|”
সামসঙ্গীত 77:2
আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি| সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িযে দিয়েছিলাম| আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল|
যোব 2:11
ইয়োবের তিনজন বন্ধু হলেন তৈমনীয ইলীফস, শূহীয বিল্দদ ও নামাথীয সোফর| ইয়োবের প্রতি ঘটে যাওয়া ঘটনার কথা তিন বন্ধুই শুনলেন| তাঁরা তিন জনে বাড়ী থেকে বেরিয়ে এক জায়গায় মিলিত হলেন| তাঁরা ইয়োবের কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে ও সান্ত্বনা জানাতে রাজী হলেন|
আদিপুস্তক 45:28
ইস্রায়েল বললেন, “এবার আমি তোমাদের কথা বিশ্বাস করছি| আমার পুত্র য়োষেফ এখনও বেঁচে আছে! আহা, মৃত্যুর আগে আমি তাকে দেখতে পাব!”
আদিপুস্তক 44:29
তোমরা যদি অন্য জনকেও আমার কাছে থেকে নিয়ে যাও আর তার যদি কিছু ঘটে তাহলে আমি শোকে মারা যাব|’
আদিপুস্তক 42:31
কিন্তু আমরা তাকে বললাম য়ে আমরা গুপ্তচর নই, আমরা সত্ লোক|
আদিপুস্তক 35:22
ইস্রায়েল এই স্থানে অল্পকাল রইলেন| এই স্থানেই রূবেণ তার পিতার দাসী বিল্হার কাছে গেল এবং তার সাথে শয়ন করল| ইস্রায়েল এই খবর জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন|যাকোবের 12 টি পুত্র ছিল|
আদিপুস্তক 31:43
লাবন যাকোবকে বললেন, “এই মহিলারা আমারই কন্যা| এই সন্তানেরা ও এই পশুরাও আমারই| যা কিছু দেখছ এ সবই তো আমারই, কিন্তু আমার কন্যাদের ও নাতি নাতনিদের আমার কাছে রাখার জন্য কিছুই করতে পারি না|