Job 7:2
মানুষ সেই এীতদাসের মত, য়ে প্রচণ্ড গরমের দিনে সারাদিন পরিশ্রমের পর একটু শীতল ছায়া চায়| মানুষ এক জন ভাড়াটে শ্রমিকের মত য়ে বেতনের দিনের জন্য অপেক্ষা করে|
Job 7:2 in Other Translations
King James Version (KJV)
As a servant earnestly desireth the shadow, and as an hireling looketh for the reward of his work:
American Standard Version (ASV)
As a servant that earnestly desireth the shadow, And as a hireling that looketh for his wages:
Bible in Basic English (BBE)
As a servant desiring the shades of evening, and a workman looking for his payment:
Darby English Bible (DBY)
As a bondman earnestly desireth the shadow, and a hireling expecteth his wages,
Webster's Bible (WBT)
As a servant earnestly desireth the shadow, and as a hireling looketh for the reward of his work;
World English Bible (WEB)
As a servant who earnestly desires the shadow, As a hireling who looks for his wages,
Young's Literal Translation (YLT)
As a servant desireth the shadow, And as a hireling expecteth his wage,
| As a servant | כְּעֶ֥בֶד | kĕʿebed | keh-EH-ved |
| earnestly desireth | יִשְׁאַף | yišʾap | yeesh-AF |
| the shadow, | צֵ֑ל | ṣēl | tsale |
| hireling an as and | וּ֝כְשָׂכִ֗יר | ûkĕśākîr | OO-heh-sa-HEER |
| looketh for | יְקַוֶּ֥ה | yĕqawwe | yeh-ka-WEH |
| the reward of his work: | פָֽעֳלֽוֹ׃ | pāʿŏlô | FA-oh-LOH |
Cross Reference
লেবীয় পুস্তক 19:13
“তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না| তোমরা অবশ্যই তাকে লুঠ করবে না| তোমরা সকাল না হওয়া পর্য়ন্ত সারা রাত ধরে অবশ্যই একজন ভাড়া করা শ্রমিকের বেতন আটকাবে না|
দ্বিতীয় বিবরণ 24:15
প্রতিদিন সূর্য়াস্তের আগে তাকে তার বেতন মিটিযে দেবে, কারণ সে গরীব এবং ঐ অর্থের উপরেই সে নির্ভর করে| যদি তুমি তার বেতন মিটিযে না দাও, সে তোমার বিরুদ্ধে প্রভুর কাছে অনুয়োগ করবে এবং তুমি সেই পাপে দোষী হবে|
যেরেমিয়া 6:4
“জেরুশালেমকে আক্রমণ করার জন্য তৈরী হও| উঠে পড়ো| আজ দুপুরেই আমরা এই শহরকে আক্রমণ করবো| কিন্তু ইতিমধ্যেই খানিকটা দেরি হয়ে গিয়েছে| সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে|
সামসঙ্গীত 119:131
হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যযন করতে চাই| আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য়্য় হয়ে প্রতীক্ষা করছে|
সামসঙ্গীত 143:6
প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, য়েমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি|
মালাখি 3:5
আমি তোমাদের কাছে বিচার করতে আসব এবং যারা যাদুবিদ্যা অভ্যাস করে, যারা ব্যভিচারী, যারা মিথ্যা ভাবে প্রতিশ্রুতি করে, যারা মজুরদের ঠকায়, বিধ্বা ও পিতৃহীনদের যারা সাহায্য করে না, যারা বিদেশীদের প্রতি অন্যায় করে আর আমাকে ভয় পায় না তাদের বিরুদ্ধে সাক্ষী দেব!” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|
যাকোবের পত্র 5:4
দেখ! য়ে মজুররা তোমাদের ক্ষেতে কাজ করেছিল তাদের তোমরা মজুরি দাও নি৷ তার জন্য তারা তোমাদের বিরুদ্ধে চিত্কার করছে৷ তারা তোমাদের ক্ষেতের ফসল কেটেছে, এখন তাদের সেই আর্তনাদ স্বর্গীয় বাহিনীর প্রভু ঈশ্বরের কানে পৌঁছেছে৷