যোহন 12:3
তখন মরিয়ম বিশুদ্ধ জটামাংসীথেকে তৈরী করা প্রায় আধ সের মতো দামী আতর নিয়ে এসে যীশুর পায়ে তা ঢেলে দিলেন, আর নিজের মাথার চুল দিয়ে তাঁর পা দুখানি মুছিয়ে দিলেন তখন সমস্ত ঘর আতরের সুগন্ধে ভরে গেল৷
Then | ἡ | hē | ay |
took | οὖν | oun | oon |
Mary | Μαρία | maria | ma-REE-ah |
a | λαβοῦσα | labousa | la-VOO-sa |
pound | λίτραν | litran | LEE-trahn |
of ointment | μύρου | myrou | MYOO-roo |
of spikenard, | νάρδου | nardou | NAHR-thoo |
πιστικῆς | pistikēs | pee-stee-KASE | |
very costly, | πολυτίμου | polytimou | poh-lyoo-TEE-moo |
and anointed | ἤλειψεν | ēleipsen | A-lee-psane |
the | τοὺς | tous | toos |
feet | πόδας | podas | POH-thahs |
of | τοῦ | tou | too |
Jesus, | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
and | καὶ | kai | kay |
wiped | ἐξέμαξεν | exemaxen | ayks-A-ma-ksane |
his | ταῖς | tais | tase |
θριξὶν | thrixin | three-KSEEN | |
feet | αὐτῆς | autēs | af-TASE |
with her | τοὺς | tous | toos |
πόδας | podas | POH-thahs | |
hair: | αὐτοῦ· | autou | af-TOO |
and | ἡ | hē | ay |
the | δὲ | de | thay |
house | οἰκία | oikia | oo-KEE-ah |
was filled | ἐπληρώθη | eplērōthē | ay-play-ROH-thay |
with | ἐκ | ek | ake |
the | τῆς | tēs | tase |
odour | ὀσμῆς | osmēs | oh-SMASE |
of the | τοῦ | tou | too |
ointment. | μύρου | myrou | MYOO-roo |
Cross Reference
যোহন 11:2
এই মরিয়মই বহুমূল্য সুগন্ধি আতর যীশুর উপরে ঢেলে নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে দিয়েছিলেন৷ লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই৷
লুক 7:37
সেই নগরে একজন দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিলেন৷ ফরীশীর বাড়িতে যীশু খেতে এসেছেন জানতে পেরে সে একটা শ্বেত পাথরের শিশিতে করে বহুমূল্য আতর নিয়ে এল৷
যোহন 11:32
যীশু য়েখানে ছিলেন, মরিয়ম সেখানে এসে তাঁকে দেখে তাঁর পায়ের ওপর পড়ে বললেন, ‘প্রভু, আপনি যদি এখানে থাকতেন, আমার ভাই মরত না৷’
যোহন 11:28
এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, ‘গুরু এসেছেন, আর তিনি তোমায় ডাকছেন৷’
লুক 10:38
এরপর যীশু ও তাঁর শিষ্যরা জেরুশালেমের পথে য়েতে য়েতে কোন এক গ্রামে প্রবেশ করলেন৷ সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক তাঁদের সাদর অভ্যর্থনা করলেন৷
লুক 7:46
তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না; কিন্তু সে আমার পায়ে সুগন্ধি আতর ঢেলে তা অভিষিক্ত করল৷
মার্ক 14:3
যখন তিনি বৈথনিযাতে কুষ্ঠী শিমোনের বাড়িতে ছিলেন, তখন তিনি খেতে বসলে একটি স্ত্রীলোক শ্বেত পাথরের শিশিতে দামী সুগন্ধি জটামাংসীর তেলনিয়ে এল৷ সে শিশিটি ভেঙ্গে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল৷
মথি 26:6
যীশু যখন বৈথনিযায় কুষ্ঠরোগী শিমোনের বাড়িতে ছিলেন সেই সময় একজন স্ত্রীলোক যীশুর কাছে এল৷
পরম গীত 4:13
তোমার ডালপালাগুলি সুদৃশ্য ডালিম এবং রসে ভরা হেন্না উদ্য়ানের মত|
পরম গীত 4:10
প্রিযা আমার, বধূ আমার, তোমার ভালোবাসা কত মনোরম! তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও সুন্দর, তোমার দেহের ঘ্রাণ য়ে কোন সুগন্ধির চেয়েও উত্কৃষ্ট!
পরম গীত 1:12
রাজা যখন আমার পাশে তাঁর কেদারায় শুয়েছিলেন তখন আমার সুগন্ধির ঘ্রাণ তাঁর কাছে গিয়ে পৌঁছেছিল|
পরম গীত 1:3
তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময| তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মত| তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে|
সামসঙ্গীত 132:2
দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন| দায়ূদ যাকোবের শক্তিমান ঈশ্বরের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি করেছিলেন|