Genesis 26:7
ইসহাকের স্ত্রী রিবিকা ছিল অপূর্ব সুন্দরী| গরারের বাসিন্দারা রিবিকার সম্পর্কে ইসহাককে জিজ্ঞাসাবাদ করতে লাগল| ইসহাক বললেন, “ও আমার বোন|” রিবিকাকে তার স্ত্রী হিসেবে পরিচয দিতে ইসহাক ভয় পেল| ইসহাকের ভয় হল য়ে রিবিকাকে পাওয়ার জন্যে তারা তাকে হত্যা করতে পারে|
And the men | וַֽיִּשְׁאֲל֞וּ | wayyišʾălû | va-yeesh-uh-LOO |
of the place | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
asked | הַמָּקוֹם֙ | hammāqôm | ha-ma-KOME |
him of his wife; | לְאִשְׁתּ֔וֹ | lĕʾištô | leh-eesh-TOH |
said, he and | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
She | אֲחֹ֣תִי | ʾăḥōtî | uh-HOH-tee |
is my sister: | הִ֑וא | hiw | heev |
for | כִּ֤י | kî | kee |
feared he | יָרֵא֙ | yārēʾ | ya-RAY |
to say, | לֵאמֹ֣ר | lēʾmōr | lay-MORE |
wife; my is She | אִשְׁתִּ֔י | ʾištî | eesh-TEE |
lest, | פֶּן | pen | pen |
men the he, said | יַֽהַרְגֻ֜נִי | yahargunî | ya-hahr-ɡOO-nee |
of the place | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
kill should | הַמָּקוֹם֙ | hammāqôm | ha-ma-KOME |
me for | עַל | ʿal | al |
Rebekah; | רִבְקָ֔ה | ribqâ | reev-KA |
because | כִּֽי | kî | kee |
she | טוֹבַ֥ת | ṭôbat | toh-VAHT |
was fair | מַרְאֶ֖ה | marʾe | mahr-EH |
to look upon. | הִֽוא׃ | hiw | heev |
Cross Reference
Genesis 12:13
তাই সবাইকে বলবে য়ে তুমি আমার বোন| তাহলে তারা আর আমায় হত্যা করবে না| তারা আমায় তোমার ভাই ভাববে, আমার সঙ্গে ভাল ব্যবহার করবে| এইভাবে তুমি আমার প্রাণ বাঁচাবে|”
Genesis 20:2
গরারে বাস করার সময় অব্রাহাম সবাইকে বললেন য়ে সারা তাঁর বোন| গরারের রাজা অবীমেলক সে কথা শুনলেন| অবীমেলক সারাকে কামনা করলেন, তাই সারাকে নিয়ে আসার জন্য কযেকজন ভৃত্যকে পাঠালেন|
Proverbs 29:25
ভয় হল ফাঁদের মতো| কিন্তু যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিরাপদে থাকবে|
Genesis 24:16
রিবিকা অসাধারণ সুন্দরী| সে কখনও কোন পুরুষের সঙ্গে ঘুমায নি| সে ছিল কুমারী| কূপের ধারে গিয়ে সে কলসী ভরে জল নিল|
Genesis 20:12
সারা আমার স্ত্রী, আবার আমার বোনও বটে| সারা আমার পিতার কন্যা বটে, কিন্তু আমার মাতার কন্যা নয়|
Genesis 20:5
অব্রাহাম নিজে আমায় বলেছে য়ে, ‘এই নারী তার বোন|’ আর ঐ নারীও বলেছে য়ে, ‘ঐ পুরুষ তার ভাই|’ আমি তো কোন অপরাধ করিনি| আমি তো জানতামই না য়ে আমি কি করছি|”
Matthew 10:28
যাঁরা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না৷ কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাঁকেইভয় কর৷
Ephesians 5:25
স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, য়েমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উত্সর্গ করেছেন৷
Colossians 3:9
পরস্পরের কাছে মিথ্যা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরানো পাপময় সত্ত্বাকে তার সমস্ত মন্দ কর্ম সমেত ত্যাগ করেছ৷